বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় রবিবার রাতে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ র্যাব সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ১টি পিস্তল, ৪ গুলি, ১টি ম্যাগজিন ও কয়েকটি দেশী ধারালো অস্ত্র।
নিহতরা হলো, গোমস্তাপুর উপজেলার চৌডালা নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম আতিক(৩০) ও জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার বাহার আলীর ছেলে মো: রাজিব(২৫)। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রণ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, রোববার রাত সোয়া ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় আড্ডা সড়কে ৫/৬জনের একটি ডাকাত দল সড়কে ডাতাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি টহল দল সেখানে উপস্থিত হলে ডাকাতরা র্যাবকে লক্ষ করে গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় ২জন ডাকাত গুলি বিদ্ধ হয় ও ৩/৪জন পালিয়ে যায়। গুলিবিদ্ধ ২জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ম্যাগজিন ১টি, চার রাউন্ড গুলি, একটি বুলেট, তিন টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ র্যাব সদস্যও আহত হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রণ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ। গোমস্তাপুর থানার ওসি জাসিম উদ্দিন জানান, নিহত দুজনই ডাকাতি মামলার আসামী। এরমধ্যে আতিক ৪টি ও রাজিব ২টি মামলার আসামী। নিগত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস