বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে বীরেন চন্দ্র নামের এক কৃষকের বোরো ধান মাড়াই করার সময় আগুন লেগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘ চার ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে স্থানীয়রা।
রবিবার বিকালে উপজেলার হালতি বিলের মাধনগর-খোলাবাড়িয়া সড়কের পাশে পশ্চিম মাধনগরের কৃষক বীরেনের ধান মাড়াই খোলায় আগুন লেগে এ ঘটনা ঘটে। ধান মাড়াই অটো যন্ত্রের স্যাইলেনসার থেকে এ আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। এতে কেউ হতাহত না হলেও কৃষক বীরেনের ৫ বিঘা জমির বোরো ধানের খড়, ৮-১০ মণ ধান পুড়ে ছাই হয়ে যায় এবং ভাড়া করা অটো মাড়াই যন্ত্র, শ্যালো মেশিনে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয় এলাকাবাসী ও কৃষক বীরেন চন্দ্র সিং জানান, হালতি বিলে গত কয়েকদিন থেকে পাকা বোরো ধান শ্রমিক দিয়ে কেটে জমিতেই শুকিয়ে হালতি বিলে পাঁচ টিকরি নামক মাধনগর-খোলাবাড়িয়া যাওয়ার পাকা সড়কের পাশে মাড়াই শুরু করি। রোববার বিকালে বোরো ধান মাড়াইয়ের এক পর্যায়ে অটো মাড়াই যন্ত্রের শ্যালো মেশিনের স্যাইলেনসারের মাধ্যমে খড়ের পালায় আগুন লেগে যায়।
এসময় এক হাজার গজ দুর থেকে একটি সেচ পাম্প থেকে পাইপের মাধ্যমে দীর্ঘ চার ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রন করা হয়। কৃষক বীরেন চন্দ্র আরোও জানান, এতে কেউ হতাহত না হলেও আমার ৫ বিঘা জমির মাড়াই করা ধানের খড়, ৮-১০ মণ ধান ও ভাড়া করা ১ লক্ষ ৮৫ হাজার টাকা দামের একটি অটো মাড়াই যন্ত্র আগুনে পুড়ে প্রায় ৫০-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এব্যাারে ইউএনও রেজা হাসান জানান, আগুন লেগে ওই কৃষকের যে ক্ষতি হয়েছে তা দুঃখজনক। আগুনে পুড়ে কি পরিমান ক্ষতি হয়েছে তা ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করলে ক্ষতি পূরুণে সহয়তা করা যেতে পারে।
বাংলা৭১নিউজ/জেএস