বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আতাহার এলাকায় শনিবার সকালে ট্রাকটারের চাকায় পিষ্ট হয়ে আকবর আলী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আকবর আলী শিবগঞ্জ উপজেলার কালিনগর চকভবানিপুর গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার এলাকায় শনিবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল আরোহী আকবর আলী একটি ট্রাকটারকে ওভারটেক করার সময় এর পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মঞ্জুর রহমান জানান, ঘাতক ট্রাকটারটি আটক করা হয়েছে তবে এর চালক পলাতক।
তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস