বাংলা৭১নিউজ,এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বাউফলে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিটি গঠন করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২ শিক্ষকের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাউফল উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মঙ্গলবার বাংলাদেশ স্কাউটস বাউফল উপজেলা শাখার কমিটি গঠনের জন্য সভা আহবান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী যথাক্রমে ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মঞ্জুর মোর্শেদ ও নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান ও বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সফিকুল ইসলাম সভায় উপস্থিত হওয়ার জন্য উপজেলা পরিষদ চত্বরে আসেন। তারা উপজেলা পরিষদের সামনে পুকুর ঘাটে বসে সমন্বয়ের মাধ্যমে কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ ও মাহবুবুর রহমানের মধ্যে সাধারণ সম্পাদক পদ পাওয়া নিয়ে কথাকাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে তারা হাতাহাতি ও মারামারি শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শিক্ষকরা তাদের থামিয়ে দেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে স্কাউটস কমিটি গঠন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস