বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০ গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই: মঞ্জুরুল ইসলাম

রোগীর স্বজনদের মারধরের শিকার তিন চিকিৎসক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো:  কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসায় অবেহেলার অভিযোগ তুলে তিন ইন্টার্নি চিকিৎসককে রোগীর স্বজনদের মারধরে ঘটনায় চিকিৎসাধীন থাকা মাহমুদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতাল থেকে চিকিৎসার পর তাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

সূত্র জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কলাতলিতে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর জখম হয়ে মাহমুদ হোসন সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বিড়ম্বনার অভিযোগে মাহমুদ হোসেনের স্বজনরা সদর হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক শেফায়েত হোসেন আরাফাতকে মারধর করেন। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন আরেক ইন্টার্নি চিকিৎসক তাওহীদ ইবনে আলাউদ্দিন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার  জানান, সদর হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে মাহমুদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিকে মাহমুদ হোসেনের স্ত্রী রেহানা আক্তার বলেন, ‘তার স্বামী গুরুতর জখম হয়ে সদর হাসপাতালে নিতে আসলে হাসপাতালের চিকিৎসরা চরম অবহেলা করেছেন।’

রেহানার দাবি, শরীরের জখম স্থানে জরুরি অপারেশন করতে বললেও চরম বিড়ম্বনা দেন ইন্টার্নি চিকিৎসকরা। তবে তারা সদর হাসপাতালে চিকিৎসা না পেয়ে আল ফুয়াদ হাসপাতালে চলে যান। এরপর কারা হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের উপর হামলা করেছেন তা তারা জানেন না বলেও জানান।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের গায়ে হাত তোলার অভিযোগে কক্সবাজার সদর হাসপাতাল ৪ ঘণ্টা ধরে তালাবদ্ধ করে রাখে ইন্টার্ন চিকিৎসকরা। একই সাথে বন্ধ করে দেয়া হয় হাসপাতালের সব ধরণের সেবা। হাসপাতালে অবরুদ্ধ হয়ে চরম দুর্ভোগ পোহায় রোগী ও স্বজনেরা। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চার ঘণ্টা এই মারাত্মক পরিস্থিতি শিকার হন রোগী ও স্বজনেরা। তবে বিকাল ৪টার পর হাসপাতালে ফটকের তালা খুলে দিলেও এখনো চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com