বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ কাল বৈশাখী ঝড়ে ফরিদপুরের সালথায় কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
সোমবার মধ্যে রাতে কালবৈশাখী ঝড়ে উপজেলার গট্টি ইউনিয়নের নারানপুর ও সিংহপ্রতাপ গ্রামে ৫টি পরিবারের বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে।
জানা গেছে, মধ্যে রাতের কালবৈশাখী ঝড়ে নারানপুর গ্রামের ছলেমান মাতুব্বার, বাবুল ফকির, সিংহপ্রতাপ গ্রামের মহিন মাতুব্বার, মাসুদ শেখ ও গট্টি গ্রামের ফারুক খানের বসতঘর লন্ডভন্ড হয়ে যায়।
মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের খোজখবর নিতে ছুটে আসেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, গট্টি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ সিকদার প্রমুখ। জেলা জাকের পার্টির সভাপতি এসময় সাংবাদিকদের জানান, জাকের পার্টির পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন দিয়ে সহায়তা করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস