বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুরে আসামীরা জামিনে মুক্ত হয়েই হামলা, ভাংচুর, লুটতরাজের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
গত ৯ এপ্রিল কৃষ্ণপুর বাজারে ভূষিমাল ব্যবসায়ী আব্দুর রহমানকে কুপিয়ে ৫৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় হাকি, হান্নান, হাসান মাতুব্বর, হোসেন মাতুব্বর, দেলোয়ার তালুকদার, গিয়াস শিকারী, তারেক সরদার, আসলাম মাতুব্বর গংরা। পরবর্তীতে আব্দুর রহমান সদরপুর থানায় মামলা দায়ের করে।
আসামীরা জামিনে মুক্ত হয়ে রবিবার দিনভর নিজ গ্রাম এলাকায় আব্দুর রহমানের উকিল মিঠু ফকিরের বাড়ি সহ এলাকার অনেক নিড়িহ ব্যক্তিদের বাড়িতে তান্ডব চালিয়ে আতংকের সৃষ্টি করে।
এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল ফকির জানান, আব্দুর রহমানের পক্ষে আদালতে এ্যাডভোকেট মিঠু ফকির আসামীদের বিরুদ্ধে জামিনের বিরোধীতা করায় সন্ত্রাসী গ্রুপটি এলাকায় ভাংচুর ও লুটতরাজ চালায়।
বাংলা৭১নিউজ/জেএস