বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সাধারণ জনগণ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ফরিদপুর পৌরসভা নব গঠিত নাকি সিটি কর্পোরেশন। দীর্ঘ কয়েক বছর ধরে যাচাই বাছাই শুরু হয়েছে। সরকারী দলীয় নেতাকর্মীরা বিভিন্ন মিছিল মিটিং-এ ফরিদপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছেন এবং বলেছেন খুব শিঘ্রই সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে।
সাম্প্রতিক যাচাই বাছাই করে ফরিদপুর পৌরসভাকে ২৭টি ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে। ফরিদপুর শহরে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন কাউন্সিলার প্রার্থীরা। তবে সিটি সিটি কর্পোরেশন হিসেবেই নির্বাচন হবে, নাকি নব গঠিত পৌরসভা হিসেবে নির্বাচন হবে কেউ বলতে পারছে না। যারা নির্বাচন করবেন বা প্রার্থী হবেন তারাও নিশ্চিত করতে পারেননি বিষয়টি।
দীর্ঘ কয়েক বছর ধরেই পৌরসভা সিটি কর্পোরেশন হিসেবে সরকারী বিভিন্ন ক্ষেত্রে খাজনা আদায় করছে। কিন্তু সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। সব চেয়ে বড় অসুবিধা হচ্ছে সময় মত পানি পাওয়া যাচ্ছে না, যাও পাওয়া যাচ্ছে তাও ভালো পানি নয়। ড্রেন, রাস্তাঘাট সংস্কার হচ্ছে না, বিভিন্ন সমস্যায় জর্জরিত ফরিদপুর পৌরবাসী। সব মিলিয়ে ফরিদপুরের সাধারণ জনগণ ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ।
নাম প্রকাশ না করার শর্তে প্রবীন একাধীক রাজনীতিবিদ জানান, কথা বলতে গেলে স্ব-বিরোধী হয়ে যায়। আমরা পৌরসভা থেকে কোনো নাগরিক সুবিধা পাচ্ছি না।
আর সিটি কর্পোরেশন হলে কতটুকু সুবিধা পাবো তার নি:শ্চয়তা নেই। গত পৌরসভা নির্বাচন পরবর্তীতে পৌর কর্তৃপক্ষ যেভাবে ট্যাক্স বৃদ্ধি করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা প্রতিবাদও করতে পারছি না। প্রতিবাদ করলেই বিপদমুখী হতে হয়। এরকম অনেকেরই হয়েছে। আমরা এখন দ্বিধাদ্বন্দ্বে আছি- আগামী নির্বাচন নব-গঠিত পৌরসভা হিসেবে হবে নাকি সিটি কর্পোরেশন হিসেবে হবে।
বাংলা৭১নিউজ/জেএস