শনিবার, ১১ মে ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিরোধীদের শেষ করে দিতে চান মোদী: কেজরিওয়াল কুয়েতে অবৈধভাবে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি গ্রেফতার চিকিৎসাহীনতা : বাত-ব্যথায় ‘অল্প’ বয়সেই ‘বৃদ্ধ’ হচ্ছে মানুষ সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না: ইসি রাশেদা শাহবাগ থেকে অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ, আটক ১৩ মোহামেডানকে হারিয়ে কিংসের পঞ্চম শিরোপা কেনা সনদের তালিকা প্রস্তুত, জমা দেওয়া হবে কারিগরি বোর্ডে : হারুন বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কমেছে একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব : হানিফ পল্টনে কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত তিন সঞ্চালন লাইন চালু করল পিজিসিবি কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে কল করতে বললেন মেয়র কুয়েতে রাজনৈতিক অস্থিরতা, সংসদ ভেঙে দিলেন আমির চাঁপাইনবাবগঞ্জে আগাম আমের বাগান বিক্রিতে হিমশিম বঙ্গবন্ধুর সমাধিতে সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির শ্রদ্ধা অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি’ করা যাচ্ছে বিকাশে গাজীপুরে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী-শ্বশুরসহ গ্রেপ্তার ৪ স্মার্ট বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই আফগানিস্তানে আকস্মিক বন্যায় একদিনে দুই শতাধিক মানুষের মৃত্যু

কোটা সংস্কারের মত আমাদের আন্দোলনও বৃথা যাবে না-রিজভী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: চক্রান্ত করে বন্দুকের নলের জোরে কখনো মানুষের অধিকার দমিয়ে রাখা যায় না। কোটা সংস্কারের মত আমাদের ন্যায্য আন্দোলনও বৃথা যাবে না।

শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মানুষের ভোটের অধিকার ফিরে পেতে যে আন্দোলন চলছে, তার বিজয় সন্নিকটে। কেউ দমিয়ে রাখতে পারবে না।’

তিনি বলেন, ‘আমাদের সুস্পষ্ট দাবি, সর্বপ্রথম দেশনেত্রী বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর ব্যতয় হলে জনগণ আর অপেক্ষা করবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন এক সঙ্গে সংঘটিত হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সংসদে বলেছেন- জনগণ ভোট দিলে আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।  আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই- আপনি কী জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন? আপনি তো নিজের ভোটও নিজেকে দিতে পারেননি।  আপনাদের মুখে ভোট চাওয়ার বুলি রসিকতা ছাড়া আর কিছুই নয়।’

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশে দুর্ভিক্ষ নামে মন্তব্য করে তিনি বলেন, ভোটারবিহীন সরকারের দুঃশাসন, লুটপাট ও দুর্নীতির করালগ্রাসে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ এখন দুবেলা দুমুঠো ভাতও পাচ্ছে না।

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘জনগণ এবার মুখিয়ে আছেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেই। যেকোনো ন্যায্য দাবির আন্দোলন কখনো বৃথা যায় না। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের ন্যায্য আন্দোলনও বৃথা যায়নি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ন্যায্য আন্দোলনও অচিরেই সফল হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com