বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আজমেরী এলাকায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও একজন আহত হয়েছেন।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার এ,এস,আই ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকায় আইলমারী ব্রীজের কাছে মাছ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন আল-আমিন হোটেলে ঢুকে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে হোটেল মালিকসহ দুই জন নিহত হয়েছেন। দূর্ঘটনায় নিহতরা হলেন শ্রীরামপুর গ্রামের মৃত দোশর আলীর ছেলে হোটেল মালিক শাহ মাহমুদ (৫৫) এবং কায়েমকোলা গ্রামের আমীর উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম(৪৮)।
দূর্ঘটনায় আহত নাটোর শহরের তেবাড়িয়া গ্রামের বাসিন্দা শাহীন আলম (৪০) কে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম সামসুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
বাংলা৭১নিউজ/জেএস