বাংলা৭১নিউজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা রাত সাড়ে ৯টায় আবু ইউসুফ (৩৬) কে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১ টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এলাকা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল রাত অনুঃ সাড়ে ৯টায় বন্ধু আলমগীর আকনের অসুস্থ্য মাকে দেখার জন্য পাশ্ববর্তী শাখারিয়া গ্রামে যাওয়ার জন্য মোটর সাইকেলে উঠে প্রস্তুতি নেয় এ সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতালি ভাবে কুপিয়ে হাত-পাগুলো কয়েক খন্ড করে ফেলে চলে যায়। সঙ্গে থাকা বন্ধুর চিৎকারে এলাকার লোকজনসহ আহত ইউসুফের স্ত্রী মোসাঃ ফাতেমা ঘটনাস্থলে উপস্থিত হন। ফাতেমা তার স্বামীকে জিজ্ঞাসা করেন তোমাকে কে কুপিয়েছে? স্বামীর বক্তব্য মোবাইলে ভিডিও করে ৭/৮ জনের নাম বলে এবং মুখে কাপড় বাঁধা আরো ১০/১৫ জন ছিল।
আহত স্বামীকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করে। রাত ১১টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত ইউসুফের পরিবার জানান, আসামীদের নাম ভিডিও করা মোবাইলটি আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্যাহ নিয়ে যান।
উল্লেখ্য যে, গত ২০১৩ সালে চাউলা বাজার সংলগ্ন স্লুইজ গেটে মাছ ধরাকে কেন্দ্র করে আবু ইউসুফ এবং নিজাম তালুকদারদের সাথে মামলা পাল্টা মামলাসহ প্রায় ৮/১০ মামলা চলমান। এ ঘটনায় এলাকায় ও আবু ইউসুফের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/জেএস