বাংলা৭১নিউজ, বাকৃবি প্রতিনিধি: কোটা পদ্ধতির সংস্কার, সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে চলে যাওয়া ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা সকাল ১০ টার দিকে শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। এ সময় সেখানে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস মাহফুজুল বারি এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী এবং সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল এসে শিক্ষার্থীদের এই দাবি এবং আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এরপর শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জানিয়েছেন সরকারি চাকুরিতে কোন কোটা থাকবে না উল্লেখ করে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট দিয়েছেন।
এরপর তারা শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে রেল লাইন ছেড়ে অহিংস আন্দোলনে যাওয়ার কথা বললেও আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রেল লাইন অবোরধ ছাড়বেন না বলে জানান।
বাংলা৭১নিউজ/জেএস