বাংলা৭১নিউজ, শেখ আব্দুল মজিদ, সিলেট অফিস: সিলেট বৃষ্টি উপক্ষো করে কোটা সংস্কারের দাবিতে সমাবেশ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ১২টা থেকে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সমেবেত হন।
সকাল থেকে শুরু হওয়া এ সমাবেশ যেন পোরো নগরীতে উত্তাল ঝর সৃষ্টি করেছেন আন্দোলনকারীরা।
সড়ক অবরোধ করে, রাস্তায় অবস্থান করে কোটা সংস্কারের পক্ষে স্লোগন দিতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
দুপুর ১টার সময় বৃষ্টি আসলেও চৌহাট্রা পয়েন্ট অবরোধ থেকে সরে জাননি আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শান্তিপূর্ণ আন্দোন করার আহবান জানিয়েছেন বিভিন্ন রাজিৈনতক ব্যক্তিবর্গ।
অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সিলেট নগর জুড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছে।
এই কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
বাংলা৭১নিউজ/জেএস