বাংলা৭১নিউজ, সাভার প্রতিনিধি: কোটা পদ্ধতি সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনরগরবিশ্ববিদ্যালয়।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দাবি আদায়ের জন্য জাবি শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। হাজার হাজার শিক্ষার্থী প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে সমাবেশ করছেন। এসময় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সকল জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আজ সকাল থেকেই পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাজোয়া যান নিয়ে অবস্থান করলেও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা ঘটনাস্থল থেকে দূরে অবস্থান নেয়। শিক্ষার্থীরা পুলিশের সাজোয় যানকে গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। যাতে সেটি চলাচল করতে না পারে।
এসময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের শ্লোগানের পরশাপাশি মঙ্গলবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রলীগ নেত্রীর হাতে ঢাবি ছাত্রী নির্যাতনের ঘটনার শ্লোগান দেয়। এছাড়াও কৃষ্টিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে শ্লোগান দেয় তারা।
মহাসড়কে অবস্থান নেয়ার আগে সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি প্রশাসনিক ভবন, পরিবহন চত্ত্বর, চৌরঙ্গীর মোড়, ছাত্রীদের হল হয়ে প্রধান ফটকের সামন ঘুরে মহাসড়কে অবস্থান নেয়।
বাংলা৭১নিউজ/জেএস