বাংলা৭১নিউজ, ঢাকা: কোটা সংস্কার দাবিতে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় আটকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কোনো মামলাও হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় সরকারের সঙ্গে আলোচনায় বসেও আন্দোলনকারীরা আটকদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। সরকারপক্ষের প্রতিনিধি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সে দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, সব আটকদের এখনো ছেড়ে দেওয়া হয়নি। তিনি আটক শিক্ষার্থীদের সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানান। আটক শিক্ষার্থীদের মুক্তি দাবিতে দিনভরই স্লোগান দিয়েছেন আন্দোলনকারীরা।
তবে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, আটক শিক্ষার্থীদের সোমবারের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বাংলা৭১নিউজ/জেএস