বাংলা৭১নিউজ, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ করে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্য তিন দিনের মধ্যে প্রত্যাহার করার আলটিমেটাম দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।
বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে তাকে জাবিতে অবাঞ্ছিত ঘোষণা করার হুশিয়ারি দেয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আলটিমেটাম দেয়া হয়।
বিক্ষোভ সমাবেশে সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক খান মুনতাসির আরমান বলেন, ‘দেশের লাখ লাখ সাধারণ শিক্ষার্থীকে ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন। আগামী তিন দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
এ সময় পুলিশের হামলার বিচার ও কোটা সংস্কার দাবিতে ঘোষিত টানা তিন দিনের সর্বাত্মক ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিক্ষোভ সমাবেশ শেষে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক, বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।
বাংলা৭১নিউজ/জেএস