বাংলা৭১নিউজ, ঢাকা: কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীরা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনরত শিক্ষার্থীরা এই কুশপুত্তলিকা দাহ করেন। গতকাল সোমবার জাতীয় সংসদে মতিয়া চৌধুরী আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে সম্বোধন করেন।
আন্দোলনকারীরা তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার জন্য বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যেও মতিয়া চৌধুরী বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চওয়ায় বিকেল ৫টার পর নতুন করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এসময় বিভক্ত আন্দোলনকারীরা আবারও এক সঙ্গে আন্দোলন শুরু করে।
বাংলা৭১নিউজ/জেএস