বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’

বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে আবেদন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ১৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক : নিজেদেরই নিবন্ধন নেই, রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো অস্তিত্ব নেই, তবুও বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে আবেদন করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার বিএনপির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলামকে চিঠি দিয়েছে দলটি।

শুধু তাই নয়, রাজনীতিতে একেবারেই ভুঁইফোড় দলটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘ক্ষমতা দখল’ এবং দল গঠন অবৈধ ও বেআইনি দাবি করেছে। একই সঙ্গে বিএনপির নিবন্ধন ও ধানের শীষ প্রতীক বাতিল বা স্থগিত করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
আইন অনুযায়ী, কোনো দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না নিলে বা নিবন্ধন না থাকলে সেই দল নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা রাখে না। হঠাৎ আলোচনায় আসা দল তৃণমূল কংগ্রেসের নিবন্ধন নেই এবং কোনো নির্বাচনে অংশগ্রহণও করেনি বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
চিঠিতে দলটি জানিয়েছে, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ১৯৭৫ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা দখল ও দল গঠন ছিল অবৈধ ও বেআইনি। এ যুক্তিতে বিএনপির নিবন্ধন ও ধানের শীষ প্রতীক বাতিল বা স্থগিত করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
ইসি সচিব সিরাজুল ইসলামকে পাঠানো ওই চিঠিতে দলটির চেয়ারম্যান মহিউদ্দিন গাফফার বলেন, ২০১২ সালের ডিসেম্বরে ‘গমের শীষ’ প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন করেও বিএনপির অভিযোগের কারণে নিবন্ধন পায়নি তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন তাদের প্রতি অবিচার ও বঞ্চিত করেছে। তাই তৃণমূল কংগ্রেসকে নিবন্ধন দিয়ে গমের শীষ প্রতীক দেওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছে চিঠিতে।
নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে ২০১২ সালের ডিসেম্বরে দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য সর্বশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। সে সময় এক ডজনের বেশি দল নিবন্ধনের জন্য আবেদন করলে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টসহ (বিএনএফ) কয়েকটি দল শর্ত পূরণ সাপেক্ষে রাজনৈতিক দল হিসেবে ইসিতে নিবন্ধন পায়।
এ ছাড়া বিএনপি, আওয়ামী লীগসহ প্রায় ৩৫টি দল ২০০৮ সালে শর্ত পূরণ করে ইসিতে নিবন্ধিত হয়। সব মিলিয়ে বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি।
তৃণমূল কংগ্রেস সম্পর্কে জানা যায়, ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ তৃণমূল লীগ হিসেবে দলটি প্রতিষ্ঠা পায়। পরে ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে দলটির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ তৃণমূল কংগ্রেস।
তবে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইসির দায়িত্বশীল উপসচিব জানান, তৃণমূল কংগ্রেসের দাবির পরিপ্রেক্ষিতে ইসির কিছু করণীয় নেই। বিএনপি নিবন্ধনের শর্ত ভঙ্গ করলে অথবা শর্ত না মানলেই কেবল নিবন্ধন বাতিল হবে। এ ছাড়া কোনো দলের নিবন্ধন বাতিলের সুযোগ নেই।

বাংলা৭১নিউজ/এএফএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com