বাংলা৭১নিউজ, তালুকদার মোঃ কামাল, আমতলী (বরগুনা) প্রতিনিধি: যৌতুকের জন্য প্রথম স্ত্রী মনিরাকে হত্যার এক বছরের ব্যবধানে এবার দ্বিতীয় স্ত্রী আমেনাকে (২৩) পিটিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছে যৌতুক লোভী স্বামী মেহেদি হাসান আকন (২৫)। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গুলিশাখালী ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
আমেনার পরিবার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩০ সেপ্টম্বর প্রথম স্ত্রী মনিরাকে হত্যার ৩ মাসের মাথায় আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের মো: হানিফ হাওলাদারের মেয়ে আমেনার সাথে গুলিশাখালী ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের আলমগীর আকনের ছেলে মেহেদি হাসান আকন (২৫) এর বিয়ে হয়।
বিয়ের সময় আমেনার বাবা যৌতুক হিসেবে তাদের সংসারের সকল মালামাল দিয়ে দেয়। বিয়ের ৩ মাসের মাথায় যৌতুক লোভী স্বামী মেহেদি হাসান আমেনাকে তার বাবার বাড়ী থেকে স্বর্নের চেইন, কানের দুল এবং নগদ ১ লাখ টাকা আনার জন্য চাপ দেয়। এ টাকা দিতে অস্বীকার করায় আমেনাকে স্বামী মেহেদি হাসান ৩১ ডিসেম্বর ব্যাপক মারধর করে। মারধরের পরের দিন ২০১৮ সালের ১ জানুয়ারি আমেনা তার বাবার বাড়ী চলে যান।
এর মধ্যে মেহেদি তার স্ত্রী আমেনার কোন খোঁজ খবর নেয়নি। ৩ মাস ধরে বাবার বাড়ীতে থাকার পর ৮ এপ্রিল রবিবার বিকেল আড়াইটার সময় স্বামী মেহেদি হাসান এবং আমেনার মামা শ্বশুর ইসমাইল আমেনার বাবার বাড়ী উপস্থিত হয়ে তাকে নিয়ে যাওয়ার কথা জানালে সে আর কোন প্রতি উত্তর না করে আমেনা তার স্বামী এবং মামা শ্বরের সাথে স্বামীর বাড়ী চলে যান।
২২ ঘন্টার ব্যবধানে পরের দিন সোমবার দুপুর সাড়ে ১২টার সময় বাড়ীর পাশের একটি মূগ ডাল ক্ষেতে আমেনার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ এবং এলাকা বাসীর ধারণা, আমেনাকে যৌতুকের জন্য পিটিয়ে এবং শ্বাস রোধে হত্যা করে বাড়ির ২শ’ গজ দুরে ডাল ক্ষেতে ফেলে রেখেছে।
উদ্ধারকারী পুলিশের এএসআই মো: সিদ্দিকুর রহমান জানান, নিহত আমেনার দুই ঠোটে, উরুতে, হাঁটুতে আঘাতের চিহ্ন এবং গলায় ওড়না পেচানো ছিল।
বাংলা৭১নিউজ/জেএস