বাংলা৭১নিউজ,ধামরাই(ঢাকা) প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কেলিয়া এলাকায় আজ সোমবার দুপুরে কাভার্ডভ্যান ও মাটির ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এত কাভার্ডভ্যানের সামনে দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছেন। এসময় উভয় গাড়ীর ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালসহ ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এসময় মহাসড়ক উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে কাভার্ডভ্যানের ড্রাইভার নাঈম হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/জেএস