বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

গণআন্দোলনের প্রস্তুতির আহ্বান নজরুল ইসলাম খানের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি না মানলে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন শুরু করা হবে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতন্ত্র, শ্রমিক অধিকার ও আজকের বাংলাদেশ’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এ কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে ‘হেল্পলেস পিপল সোসাইটি’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

সরকারের কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা শিকার করলেও অন্তরে গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশে গণতন্ত্র, আইনের শাসনের কথা বলার কোনো অধিকার নেই মানুষের। নেই বিরোধী দলের সভা-সমাবেশ করার অধিকার। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

নজরুল ইসলাম গণতন্ত্র পুনরুদ্ধারে নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দাবি আদায়ে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, দেশবাসী অগণতান্ত্রিক পরিবেশে বাস করছে। জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আমরা জনগণের সরকার চাই। এ জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বিএনপির এই নেতা বলেন, তৈরি পোষাক শিল্প আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হলেও এই খাতের কর্মক্ষেত্র এখনো স্বাস্থ্যকর হয়নি। এখনো নিশ্চিত হয়নি শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি। এ বিষয়ে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

হেল্পলেস পিপল সোসাইটি’র সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।

বাংলা৭১নিউজ/এমএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com