বাংলা৭১নিউজ, ঢাকা: আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী (ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর ব্যতিত) ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানিয়ে বলা হয়, ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ১ টাকা ৪৫ পয়সা থেকে ৩ পয়সা কমিয়ে সর্বোচ্চ ১ টাকা ৪২ পয়সা পুনিঃনির্ধারণ করা হয়েছে। এই ভাড়া ১৫ মে থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, কোন কোম্পানি বিআরটিএ কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে আরামদায়ক ভ্রমণের জন্য বাস-মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে আনুপাতিক হারে ভাড়ার হার নির্ধারিত হবে। সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ/আরটিসি) হতে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।
আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত ইতোপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন/আদেশ রহিত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এইচ