বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইয়াবাসহ গ্রাম পুলিশ (চৌকিদার) সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের ফুলতলা মোড় থেকে পুলিশ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। আটক সাইফুল ইসলাম সদর উপজেলার আলিপুর হাটখোলা গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।
সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর ইউনিয়নে কর্মরত চৌকিদার সাইফুল ইসলামের দেহ তল্লাশি করে ২৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস