বাংলা৭১নিউজ,ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বর্তমান সরকারের আমলে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে।
বুধবার দুপুরে মুজিবনগর দিবস পালন উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘১২৫ কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন নিয়ে দুদক তলব করেছে তাদের (বিএনপি) আট নেতাকে। তদন্ত করছে। একই সময়ে দেখলাম, আওয়ামী লীগের একজন সংসদ সদস্যকেও দুদক তলব করেছে। আইন কিন্তু সবার জন্য সমান।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এ সরকারের আমলে যে স্বাধীনতা ভোগ করছে, এটা বোধ হয় বাংলাদেশে নজিরবিহীন।’
১৭ এপ্রিল মুজিবনগর দিবস সফল করতে স্থানীয় আওয়ামী লীগসহ দলের কেন্দ্রীয় নেতা এবং সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বাংলা৭১নিউজ/জেএস