বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দু’দিনের সফরে আজ বুধবার বিকালে বাগেরহাটের মোংলা বন্দরে যাচ্ছেন। মোংলা বন্দর সফরের প্রথম দিন আজ সন্ধ্যায় মোংলা বন্দরের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমেই তিনি বন্দরের প্রশাসনিক ভবন চত্বরে একটি বৃক্ষ রোপন করবেন। রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের বক্তৃতা শেষে বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বন্দর প্রতিষ্ঠার পর এই প্রথম মোংলা বন্দরের কোন অনুষ্ঠানে একজন রাষ্ট্রপতির আগমন ঘটবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ মোংলা বন্দরে ৪টি প্রকল্পের ভিত্তি প্রস্তার ও ২টি প্রকল্পের উদ্বোধন করবেন। জি-টু-জি প্রক্রিয়ায় চীনের অর্থায়নে মোংলা বন্দরের দুইটি টার্মিনাল এবং পিপিপি’র প্রক্রিয়ায় আরো দুইটি মোট ৪টি টার্মিনাল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।
বাগেরহাট জেলা পুণিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতির মোংলা বন্দর সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে মোংলা বন্দর এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্য্যবর্ধনে ব্যাপক আলোক ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস