বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন দাকোপ থানাধীন টেপার ভাড়ানি খাল এলাকা থেকে মোশারফ বাহিনীর হাতে জিম্মি ১৭৮ জন বাওয়ালীসহ ৫৫ টি নৌকা উদ্ধার করেছে।
কোষ্টগার্ডের লেঃ কমান্ডা বিএন আব্দুল্লাহ আল মারুফ জানায়, সোমবার রাতে সুন্দরবনের টেপার ভাড়ানি খাল এলাকায় বাওয়ালীদের জিম্মি করে ডাকাতরা নৌকায় অবস্থান করছে।এসংবাদে কোস্টগার্ড সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই সময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায় এবং ডাকাতদেরকে ধরার জন্য ধাওয়া করে। কিন্তু ডাকাতরা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে গহীন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময় ডাকাতদের ব্যবহৃত দুটি আস্তানা ধ্বংস করা হয়। উদ্ধারকৃত বাওয়ালীদের বাড়ি খুলনা জেলার দাকোপ থানার বিভিন্ন গ্রামে। উদ্ধারকৃত বাওয়ালী ও নৌকা সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জলদস্যু ও ডাকাতদের নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/জেএস