বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘অপপ্রচার করে বিএনপির নেতৃত্ব দুর্বল করা যাবে না। আমরা ঐক্যবদ্ধ আছি।’
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মোশাররফ বলেন, ‘একটি অনলাইন পত্রিকা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং প্রধানমন্ত্রীকে মিসগাইড করেছে। ’
খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। হাইকোর্টে জামিন হওয়ার পরও আজকে নানা অযুহাতে বেগম খালেদা জিয়ার কারাবাসকে দীর্ঘায়িত করা হচ্ছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিদেশে। আমাদের মহাসচিব অসুস্থ হয়ে হাসপাতালে। এমন সময়ে এ ধরনের একটি বানোয়াট গল্প-কাহিনি দুদক কর্তৃক প্রকাশিত এবং মিডিয়ায় প্রচারিত হওয়ায় আমরা আপনাদের এখানে কষ্ট দিতে ডেকেছি।’
মোশাররফ বলেন, ‘আমরা বানোয়াট মনগড়া এই ধরনের খবরে দুদকের অনুসন্ধানের ঘোষণার এই প্রয়াসকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই প্রয়াসের চেষ্টাকে আমরা মনে করি আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের ভাবমূর্তি নষ্ট করতে এবং বিএনপিকে নানাভাবে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই মিথ্যা রিপোর্টটি দুদক মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছে।’
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কথাটা হয়েছিল সেটা আপনাদের মনে আছে, একটি অনলাইন পত্রিকা এই ধরনের একটা বানোয়াট খবর প্রকাশ করেছিল। সেই খবরকে সূত্র ধরে সংসদে জনৈক সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী এটার ব্যাপারে কোনো খোঁজ-খবর না নিয়ে তাৎক্ষণিকভাবে তিনি পার্লামেন্টে আমাদের নেত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। এবং আমাদের বিরুদ্ধে তদন্ত হবে বলে ঘোষণা দিয়েছিলেন। আমরা যখন এর প্রতিবাদ জানালাম, প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল উকিল নোটিশের মাধ্যমে কিন্তু তিনি তার কোনো জবাব দেন নাই। কারণ এগুলো সবই মিথ্যা।’
মোশাররফ বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, দুদককে আজকে সরকার ব্যবহার করছে। একটি অনলাইন পত্রিকাও যদি এইভাবে ব্যবহার করে তাদের রিপোর্ট গ্রহণ করে যদি ফলাও করে প্রকাশ করে তা দুঃখজনক। দুদককে এমনিতেই সরকার ধ্বংস করে দিচ্ছে। তারপর কিছু মিডিয়া দুদকের ঘাড়ে সওয়ার হয়ে মিথ্যা অপপ্রচার করছে।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশের অনেক ব্যাংক লুট হয়ে গেছে। রিজার্ভ লুট হয়েছে। কানাডায় বেগম পল্লী হচ্ছে, মালয়েশিয়র সেকেন্ড হোম হচ্ছে। কিছুদিন আগে এই সরকার স্বৈরাচার উপাধিতে ভূষিত হয়েছে। এই সব বিষয়গুলো থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য মিথ্যা প্রচার এবং অবান্তর বদনাম আমাদের ওপর দেয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং তাদের আমরা আহ্বান জানাব এই ধরনের অপপ্রচার থেকে আপনারা বিরত থাকুন। অপপ্রচার করেও বিএনপিকে আপনারা দুর্বল করতে পারবেন না। আমাদের নেতৃত্বকে দুর্বল করতে পারবেন না। আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের আটজনের নামে বানোয়াট কথায় আমরা ঘরে বসে যাব, আপনারা এটা আশা করবেন না।’
সংবাদ সম্মেলনে অভিযুক্ত অন্য নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস