বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে একটি মামলার বাদী পক্ষের উপর হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সদর ইউনিয়নের যৌতা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ওই গ্রামের আব্দুর রাজ্জাক গংয়ের সঙ্গে একই এলাকার জলিল গংয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ ওই জমির ধান লুট করে নেয়ায় রাজ্জাক গং আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে রোববার ওই মামলার তদন্ত করতে যান বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন খান।
তিনি মামলার তদন্ত কাজ শেষ করে ফিরে আসার পর মিজানুর রহমান বাবুলের নেতৃত্বে প্রতিপক্ষের ১০ জন সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে রাজ্জাক হাওলাদারের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে মহিলাসহ ১০ জনকে আহত করেছে। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক (৫৫), আব্দুল আজিজ (৭০), ফ্লোরা বেগম (৩৫), মহিবুল্লাহ (২৮), আমির হোসেন (৪০) ও শহিদ (৩০) কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। হামলা চলাকালে সন্ত্রাসীরা রাজ্জাক হাওলাদারের বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট করে নেয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই আসামীদের বিরুদ্ধে আইণানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস