বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটরশি হুজুরের মেজ ছেলে ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল। নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছে জাকের পার্টির কর্মীরা। মোস্তফা আমীর ফয়সালের ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এ বিষয়ে ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন-২০১৯ মেজ ভাইজান নির্বাচন করবেন বলে আমাদের নিকট মত প্রকাশ করেছেন এবং সমতে আমরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করি সুষ্ঠ-নিরপেক্ষ নির্বাচন হলে ফরিদপুর-৪ আসন থেকে বিপুল ভোটে জাকের পার্টির চেয়ারম্যান নির্বাচিত হবেন।
বাংলা৭১নিউজ/জেএস