বাংলা৭১নিউজ,ঢাকা: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কমিটির ১৫০তম সভা শনিবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কমিটির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সভায় ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যদের মধ্যে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি, সদস্য মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মো. সাইফুল ইসলাম এফসিএ, এফসিএমএ, প্রফেসর ডা. কাজী শহিদুল আলম মো. জয়নাল আবেদীন, ডা. তানভীর আহমেদ, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহবুবুল আলম ও ফাউন্ডেনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন ।
বাংলা৭১নিউজ/জেএস