বাংলা৭১নিউজ,ঢাকা: রাস্তায় ঘুরে ঘুরে পোস্টার বিলি করছেন জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। বৃষ্টির মধ্যেও নিজেদের সিনেমার প্রচারণার কাজ করছেন এ দুই অভিনয়শিল্পী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মধুর ক্যান্টিন এবং সংসদ ভবন এলাকায় পোস্টার বিলি করেছেন শুভ-তিশা।
এই জুটির নতুন সিনেমা ‘অস্তিত্ব’ এর প্রচারণায় মাঠে নেমেছে পুরো টিম। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
উল্লেখ্য, আগামী ৬ মে মুক্তি পাবে ‘অস্তিত্ব’ সিনেমা। এতে মূল চরিত্রে রয়েছেন শুভ এবং তিশা। এছাড়াও আরও অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা, ডন প্রমুখ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মামুন নিজেই।
বাংলা৭১নিউজ/এসএইস