বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে

ডাক্তারের কাজ করছেন ওয়ার্ডবয়!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ১৪১৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মাসুম সিদ্দিকী,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফল হাসপাতালের ব্রাদার মোঃ ইউনুসকে দিয়ে জরুরী বিভাগে আসা রোগীদের কাটা ছেড়ার সেলাই করানো হয়। অথচ এই কাজটি করার কথা উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার কর্তৃক। এ ব্যাপারে অভিযোগ থাকলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।

জানা গেছে, বাউফলের নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ ইউনুস বাউফল হাসপাতালের ব্রাদার পদে চাকরী করলেও তিনি সব সময় জরুরী বিভাগে কাজ করছেন। অথচ এই কাজটি করার কথা দায়িত্বরত উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসারের। বাউফল হাসপাতালে ৫ জন উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার থাকা সত্বেও ব্রাদার ইউনুস জরুরী বিভাগে আসা কাটা ছেড়া রোগীদের সেলাই ও ড্রেসিং কাজ করেন। অর্থনৈতিক ভাবে লাভবান হতেই সিন্ডিকেট করে তাকে দিয়ে এই কাজটি করানো হচ্ছে। জরুরী বিভাগে আসা রোগীদের কাছ থেকে গ্রহণকৃত অর্থের ভাগ ওইসব উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার পেয়ে থাকেন।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, ব্রাদার ইউনুসের মাধ্যমেই রোগীদের স্বজনদের কাছ থেকে সর্ব নি¤œ ২শ’থেকে ১ হাজার টাকা বা তার বেশি  আদায় করা হয়। জরুরী বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার আদায়কৃত ওই অর্থ থেকে ভাগ পান। ব্রাদার মোঃ ইউনুসের দায়িত্ব হলো হাসপাতালের ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের সেবা দেয়া। কিন্তু তিনি একাজটি এ হাসপাতালে যোগদানের পর থেকেই করছেননা। অভিযোগ রয়েছে, তিনি যেসব রোগীদের কাটা ছেড়ার সেলাই করেন, কিছু দিন পর সেখানে ইনফেশন দেখা দেয়। অথবা পুনরায় তাকে সেলাই দিতে হয়। বাউফল শহরের ভিআইপি রোড এলাকার বাসিন্দা ফেরদৌস ভূট্রো অভিযোগ করেন, ২৭ মার্চ তার ৭ম শ্রেণী পড়–য়া ছেলে সিয়ামের  দুর্ঘটনা জনিত কারণে জিহ্বা কেটে গেলে তাকে নিয়ে বাউফল হাসপাতালে জরুরী বিভাগে যান। সেখানে দায়িত্বরত কমিউনিটি মেডিকেল অফিসার রেবেকা  সুলতানা থাকা সত্বেও  তিনি সেলাই (স্টিজ) না করে ব্রাদার ইউনুস তার ছেলের জিহ্বা সেলাই দিয়েছেন। বাসায় নেয়ার পর তার ছেলের জিহ্বার সেলাই কেটে যায়। পরে অন্য এক সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এসে তার ছেলের জিহবায় সেলাই করেন। এরকম আরও বহু অভিযোগ রয়েছে ব্রাদার ইউনুসের বিরুদ্ধে। এ ব্যাপারে বৃহস্পতিবার  ফেরদৌস ভূট্রো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে বাউফল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আনম মঈনুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, জরুরী বিভাগে একটি সিন্ডিকেট এ কাজটি করেছেন। তাদের অধিকাংশ স্থানীয় লোক হওয়ায় কাউকে পরোয়া করেন না।  কিছু বললে বরং হেনস্তা হতে হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com