বাংলা৭১নিউজ, ঠাকুরগাঁও প্রতিনিধি: উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা মার্কায় ভোট দিন, আপনাদের সোনার বাংলা উপহার দেবো।
আজ বৃহস্পতিবার পৌনে তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমার হারানোর কিছু নেই। পাওয়ারও কিছু নেই। আপনাদের সেবা করতে চাই। তাই উন্নয়নের ধারাবাহিকতায় নৌকা মার্কায় ভোট চাই। হাত তুলে ওয়াদা করুন নৌকা মার্কায় ভোট দিবেন।
শেখ হাসিনা বলেন, পবিত্র কুরআনে আছে, যে এতিমের টাকা মেরে খায়, তাকে শাস্তি পেতে হবে। যে এতিমের টাকা মেরে খায়, তার জন্য কিসের আন্দোলন।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় গেলে তারা উপহার দেয় লাশ। আর আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মানুষ পায় উন্নতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফখরুল দিন-রাত কথা বলেন। কথা বলতে বলতে গলা ফুলিয়ে দেন। প্রচুর মিথ্যা বলেন। মিথ্যা বললে আল্লাহও নারাজ হন।
প্রধানমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বিমান প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বিমানের কি উন্নয়ন করেছেন? বিমান চলে না। সব কিছু ধ্বংস করে গেছে। সৈয়দপুর এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছিলেন। আমরা ক্ষমতায় এসে বিমানের উন্নতি করেছি। সৈয়দপুর এয়ারপোর্ট চালু করেছি।
শেখ হাসিনা বলেন, বিএনপি শুধু ধ্বংস করতে পারে। সৃষ্টি করতে পারে না। আমরা দেশের উন্নয়ন করি। জনগণের ভাগ্যের পরিবর্তন করছি।
বাংলা৭১নিউজ/জেএস