সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

বিদ্যালয়ের ‘মা’ সমাবেশে ভূমিমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,মোঃ আফতাব হোসেন, চাটমোহর(পাবনা)প্রতিনিধি: ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা দেশের নারীদের সকল সুযোগ তৈরি করে দিয়েছে। দেশের মানুষের নারী পুরুষ অধিকার সুসম রাখা ও উন্নত জীবন যাপনের অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের মানুষের উন্নত জীবনযাপন ও নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বুধবার পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ইশারত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও নারীদের উন্নয়নে সম অধিকার নিশ্চিত করেছেন। কর্মক্ষেত্রে নারীদের কোটা শতভাগ নিশ্চিত করা হয়েছে। মন্ত্রী বলেন, নারীদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এদেশের দরিদ্র ও অক্ষম মানুষদের জন্য নানা ধরনের ভাতার ব্যবস্থা করেছেন। স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অক্ষম ভাতা নারীদের কল্যাণের কথা চিন্তা করেই করা হয়েছে। তিনি বলেন, নারীরা জজ, ব্যারিস্টার, ক্যাপটেন, পাইলট, মেজর, কর্নেল, প্রফেসর, সেনা, নৌ, বিমান, পুলিশ সব বিভাগেই কাজ করছে।

মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রতেক মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠু নেতৃত্বের কারণেই দেশ আজ নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে এসে দাঁড়িয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব এদশকে ২০৪১ সালের আগেই উন্নত দেশের সাড়িতে দাঁড় করাতে সক্ষম হবেন।
পরে মন্ত্রী স্থানীয় সরকার বিভাগের অর্থায়ন ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন এবং ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ইশারাত আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরবর্তী মন্ত্রী আটঘরিয়ার স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে চাঁদভা ও মাঝপাড়া ইউনিয়নের বিভিন্ন সংযোগ পাকা সড়কের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকরাম আলী।

সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইশারত আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানের আমন্ত্রনে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন নীলা, আটঘরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com