বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আলোচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে নারায়ণগঞ্জে সিনিয়র ইন্সট্রাক্টর পদে বদলি করা হয়েছে। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শোভা শাহনাজ স্বাক্ষরিত এক আদেশ পত্রে এ তথ্য জানা গেছে। ২২ মার্চ স্বাক্ষরিত ওই আদেশ বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে পৌছায় বলে কর্মরত শিক্ষকরা জানান।
আদেশে উল্লেখ করা হয়, ‘বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে সিনিয়র ইন্সট্রাক্টর পদে নারায়ণজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে এবং চাদপুরের আইএমটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনকে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে বদলী করা হয়।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে সিরাজগঞ্জে বদলী করা হয়েছিল। কিন্তু ওই আদেশের পর জটিলতা দেখা দিলে তা বাতিল করে নতুন বদলীর আদেশ দেন।
প্রসঙ্গত, বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আলোচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগে তুলে শিক্ষার্থীরা। তার অপসারণের দাবীতে গত ১২ ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষোভ কর্মসুচি পালন করেন শিক্ষার্থীরা। ওই বেলা দুইটার দিকে অনির্দিষ্টকালের জন্য বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বন্ধ ঘোষণা করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
সংশ্লিষ্ট দপ্তর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রশিক্ষন সাজ্জাদ হোসাইনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৫ ফেব্রুয়ারী সরেজমিনে তদন্তে আসেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রশিক্ষন সাজ্জাদ হোসাইন।
বাংলা৭১নিউজ/জেএস