শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও ১৩ সন্ত্রাসী নিহত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক বারবার জাতীয় পতাকাকে খামচে ধরছে পুরোনো শকুন: উপদেষ্টা আদিলুর রহমান আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ড: মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে, কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস আলম খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই ঢাকামাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

পথহারা তালার পোল্ট্রিশিল্পে জড়িতরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ৫৩০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, এম.এম হায়দার আলী, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় নানান সমস্যায় জর্জারিত সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প বর্তমানে হুমকির মুখে। দীর্ঘদিন ধরে জেঁকে বসা ভাইরাসসহ প্রশ্নবিদ্ধ চড়ামূল্যের মুরগীর বাচ্চা, খাদ্য ও ঔষধের যাঁতাকলে পিষ্ট বহু পোল্ট্রি খামারী রীতিমত দিশেহারা হয়ে পড়েছেন। বেকারদের কর্মমুখী করার গুরুত্বপূর্ণ এই খাতে সরকারীভাবে নেই পর্যাপ্ত বাস্তব প্রশিক্ষন এবং নিয়ম মাফিক অর্থনৈতিক তেমন কোন সুযোগ সুবিধা। উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতিগ্রস্থ খামার ব্যবসায়ীরা লাভজনক এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন।এমন কি লাখ লাখ টাকা ব্যায়ে প্রথম আমলের তৈরি অধিকাংশ পোল্ট্রি খামার এখন গরু ছাগল পালনের গোয়াল ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার অনেকে ঋনের বোঝা মাথায় নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভোক্তা সাধারনের মাংশের চাহিদা পূরুনের পাশাপাশি বাজার দর সাধ্যের মধ্যে রাখতে অগ্রনী ভূমিকা পালনকারী এশিল্প আজ ধ্বংশের প্রায় দ্বারপ্রান্তে পৌছালেও বিষয়টি দেখার যেন কেউ নেই। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় আনুমানিক ১৫-২০ বছর আগে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ একরকম শখের বশত পোল্ট্রি খামার শুরু করেন।এক পর্যায়ে লাভজনক এই শিল্পকে এখানকার শত শত মানুষ বানিজ্যিক ভিত্তিতে পেশা হিসেবে বেছে নেয়া পূর্বক ব্যাপক হারে এশিল্প বিস্তার লাভ করে। এমন কি বেকাররা হবেন স্বকার, গরীব মানুষ হবেন আর্থিকভাবে স্বচ্ছল, মধ্যবিত্তরা হবেন লাখপতি আর উচ্চ মধ্যবিত্তরা হবেন কোটিপতি । সেই সময়ের হিসেবে মোটেও মিথ্যা ছিল না তাদের বুঁক ভরা আশা বা স্বপ্ন। কিন্ত শত চেষ্টার পরও নানান প্রতিকূলতার শিকার হয়ে দফায় দফায় ক্ষতিগ্রস্থ খামার মালিকেরা আজ পরাজিত সৈনিকের মতই জীবন জীবিকা নর্বিাহ করে চলেছেন।

ক্ষতি পুষিয়ে নিতে অনেকে সোনালী, বয়লার, অস্ট্রেলিয়া ও পাকিস্তানি জাতের মুরগী পালন করতে গিয়েও সঠিক পরিচর্জার অভাব এবং অজানা ভাইরাসে নতুন করে আরেক দফায় ক্ষতির মুখে পড়ার বিষয়টি নতুন কোন খবর নয়। তথ্য সংগ্রহকালে উপজেলার যুগীপুকুরিয়া গ্রামের খাদেম আলী সরদার (৫৫) ক্ষোভের সাথে জানান, আট দশ বছর আগে প্রায় দু লাখ টাকা খরচ করে খামার বানিয়ে একবারে আড়াই হাজার করে মুরগী পালন শুরু করেছিলাম। তিন চার বছর ভাল ভাবে চলার পর এক বছর পর পর কয়েক কিস্তির পোল্ট্রি ভাইরাসে মরে গিয়েছিল। তার উপর ওই মুরগীর দাম তো কমে গেল আবার বিক্রি করতে হতো বাকিতে।সেবার অনেক টাকা লোকসান হয়ে গিয়েছিল তাই ওই বছর খেকেই ব্যবসা বন্ধ করে দিয়েছিলাম। খামারে এখন গরু ছাগল রাখি। বুঝে শুনে করতে পারলে খুব একটা লস্ হয় না। পোল্ট্রি চাষ করতে গেলে যারা ভাল বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। কিন্ত সে সব লোক পায়াও মুশকিল।

একই গ্রামের দীর্ঘ বছরের পোল্প্রি খামার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম সরদার (৬৫) জানান, গত কয়েকদিন আগে প্রায় ১ কেজি ওজনের ২শত পিছের মত বয়লার মুরগীর রানীক্ষেত রোগ দেখা দেয়ায় এই চালানে ৩০ হাজার টাকার মত লোসকান হয়ে গেছে। ১৮-২০ বছর যাবৎকাল পোল্ট্রি চাষ কওে আসছি কিন্ত সরকারী হোক আর বেসরকারী হোক এই পর্যন্ত কোন প্রকার সহযোগীতা পায়নি। ওই সময় উপস্থিত প্রতিবেশি সোহরাব মল্লিক (৬০) জানান, আমি ও প্রায় ২০ বছরের মত পোলিাট্র চাষ করে আসছি। প্রথমদিকে মাংশের মুরগী পালতাম তাতে বেশ ক্ষতিগ্রস্থ হয়ে কয়েক বছর ধরে ডিমের মুরগীর চাষ করছি, কিন্ত গত বছর খানেক যাবৎ ডিমের যা দাম তাতে করে মুরগীর খাবারের টাকাও হচ্ছে না। বর্তমানে একশত ডিম মাত্র সাড়ে ৪ শত টাকায় বিক্রি করতে হচ্ছে এ ব্যবসা আর করার ইচ্ছা নেই। শুধু তালা উপজেলা নয়, এ ধরনের অভিযোগ সাতক্ষীরা জেলাসহ দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের ভুক্তভোগী বহু পোল্ট্রি খামার মালিকদের বলে জানা যায়।

উপজেলার পাটকেলঘাটা বাজারে অবস্থিত সততা পোল্ট্রি এন্ড ফিড ব্যবসায়ী তৌহিদুজ্জামান জানান, আমি বেশ কিছু খামারের মালিকদের বিভিন্ন জাতের বাচ্চা, খাবার ও ঔষধ দিয়ে থাকি। কিন্ত মাঝে মধ্যে কোম্পানীর কর্তৃপক্ষ এমন ভাবে বাচ্চা গ্রেড করেন যার মান এতো খারাফ হয় সে কথা বলার না। বর্তমানে নগদ টাকায় একটা ব্রয়লার বাচ্চা ৪৬ টাকা এবং প্রতিটা সোনালী জাতের মুরগীর বাচ্চা কিনতে হচ্ছে ২২-২৪ টাকা দরে। মানহীন বাচ্চ বাঁচে কম কিছু বাঁচলেও আশানুরুপ গ্রোথ হয়না ফলে চরম লোসকানের মুখে পড়তে হয়। যে কারনে খামার মালিকদের সাথে অনেক সময় ভ’ল বোঝাবুঝি হয়ে থাকে। বর্তমানে পাইকারী প্রতি কেজি ব্রয়লার মুরগী ৯৫-১০০ টাকা এবং সোনালী মুরগী ১ শত ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এবছর ব্যবসা বানিজ্যের অবস্থা মোটেও ভাল না। এদিকে তালা উপজেলা প্রানি সম্পদ দপ্তরের কর্মকর্তা ছুটিতে থাকায় ওই অফিসের সহকারী কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান জানান,উপজেলার ১২ টি ইউনিয়নে সবমিলিয়ে ৪ শত ১৩ টি পোল্ট্রি খামার রয়েছে।

আর প্রশিক্ষনের ব্যবস্থা হিসেবে যে সময় ন্যাশনাল এগ্রিকালসার টেকনোলজি প্রজেক্ট (এন,এ,টি,পি) নামক প্রকল্প মুরগী পালনের উপর অর্থ যোগান দেন সে সময় ২৫ জন ব্যক্তিকে প্রশিক্ষন দেয়া হয়ে থাকে। এছাড়া খামার ব্যবসায়ীদের জন্য সরকারী ভাবে নির্দিষ্ট কোন কিছু বরাদ্দ নেই। তবে খামারে ভাইরাস বা অন্য কোন রোগ সংক্রান্ত কো ব্যক্তি অফিসে যোগাযোগ করলে তাৎক্ষনিক ভাবে সরজমিনে গিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়ে থাকে। সবমিলে দৈনন্দিন জীবনে অতি গুরুত্বপূর্ণ এ শিল্প বা পেশাকে আরো বেশি উন্নতিকল্পে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা সহ সার্বিক সহযোগিতার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় আন্তরিক হওয়ার জন্য স্থানীয় অভিজ্ঞ মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com