বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার মনাস গ্রামে শুক্রবার সকাল ১১টার দিকে বজ্রপাতে আল-আমিন (৩০) নামক এক ব্যবসায়ী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মনাস গ্রামের আব্দুল মজিদের পুত্র বাজারের ব্যবসায়ী আল আল-আমিন শুক্রবার সকাল ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ার সময় বাজারের দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাত তার উপর পরলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ বজ্রপাতে আল আমিন নামক এক ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/জেএস