বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করায় আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টমস হাউজের উদ্যোগে বর্নাঢ্য আনন্দ র্যা লী ও পথসভা অনুষ্ঠিত হয়। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর নেতৃত্বে র্যা লীটি বেনাপোল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যা লী শেষে কাস্টমস ক্লাবের সামনে পথ সভায় বক্তব্য রাখেন, কমিশনার বেলাল হোসেন চৌধুরী , বন্দরের পরিচালক আমিনুল ইসলাম, অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ন কমিশনার এহসানুল হক। র্যা লীতে কাস্টমস, বন্দর, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, ও বেনাপোল প্রেস ক্লাবের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।
বাংলা৭১নিউজ/জেএস