বাংলা৭১নিউজ,মাসুম সিদ্দিকী,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে।স্বামীর অভিযোগ, স্ত্রীর নামে সম্পত্তি লিখে না দেওয়ায় স্ত্রী ও তার পরিজন মিলে তাকে হত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা পৌর শহরের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্বামীর নাম মো. মনির হোসেন। তিনি পেশায় ব্যবসায়ী। স্ত্রীর নাম বেবী বেগম।
আহত মনির জানায়, তিনি উপজেলার কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে বেবী বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে তিন মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। কয়েক বছর আগে তিনি (মনির) পৌরশহরের ৮নং ওয়ার্ডে মহিলা কলেজে সড়কে প্রায় আড়াই কড়া(স্থানীয় মাপ) জমি কিনে বসত বাড়ি তুলে বসবাস করছেন। সম্প্রতী ওই সম্পত্তি স্ত্রী বেবী বেগম তার নিজ নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে ছিল। কিন্তু তিনি কোন ভাবেই রাজী হননি।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে স্ত্রী ও তার বাবা, ভাই, পরিজন মিলে আমার মুখে কাপড় দিয়ে এলাপাতাড়ি কোপাতে থাকে।এক পর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে মনিরের বাম হাত বিচ্ছিন্ন করার চেষ্টা করে। মনিরের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যায়। এক পর্যায়ে মনিরকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। একটি সুত্রে জানা গেছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে মনিরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত স্ত্রী ও তার পরিজনের সাথে যোগা যোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত প্রধান আসামী স্ত্রী বেবী বেগমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
বাংলা৭১নিউজ/জেএস