বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার দৌলতপুর, রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে আজ বুধবার সকালে ১ হাজার ৫০০ বোতল ফেনসিডিল সহ সিরাজুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক ফেনসিডিল ব্যবসায়ী সিরাজুল ইসলাম রঘুনাথপুর গ্রামের হযরত আলীর ছেলে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে, কর্নেল আরিফুল হক জানায়, বিপুল পরিমান ফেনসিডিল ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১৫০০ বোতল ফেনসিডিল সহ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ফেনসিডিলের মূল্য সাড়ে ৭ লাখ টাকা বলে বিজিবি জানায়। জব্দকৃত ফেনসিডিল সহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস