বাংলা৭১নিউজ, ফেনি প্রতিনিধি: ফেনীর শহরতলির ফতেপুর রেলগেট এলাকায় কাভার্ডভ্যানকে ট্রেনের ধাক্কায় ৩জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু্জন।
আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ফতেপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে স্টেশনমাস্টার মাহবুবুর রহমান জানান, ভোরে ওই কাভার্ডভ্যানটি শহরতলির ফতেপুর রেলগেট এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ট্রেনটি ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয় জানান ওই স্টেশনমাস্টার।
বাংলা৭১নিউজ/জেএস