বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোডের রুটিওয়ালা পাড়া নির্মানাধীন একটি ভবনের চারতলায় মঙ্গলবার বিকালে স্বপন সরকার (২৮) নামে এক যুবক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নোমানসহ সাতজনকে আটক করেছে পুলিশ। নিহতের বুকের বাম পাশে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। স্বপন শহরের মুনসী বাড়ি এলাকার দিনু সরকারের ছেলে।
পুলিশ ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কোতুয়ালী মডেল থানার ওসি মো মাহমুদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে এই খবর নিশ্চিত করেছেন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, বিকাল পাঁচটায় শহরের সারদা ঘোষ রোডে নির্মানাধীন জাপান সিটি টাওয়ারে চারতলায় চার জনকে ওঠতে দেখা গেছে। এর আধা ঘন্টা পরেই চারতলায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে।
পরে ওই ভবনের প্রকল্প ব্যবস্থাপক নোমানসহ ছয়জনকে আটক করে পুলিশ।
বাংলা৭১নিউজ/জেএস