বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার শিক্ষামেলা ও ডিজিটাল হাজিরার শুভ উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী প্রধান অতিথি হিসেবে শিক্ষা মেলা ও ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন।
এ উপলক্ষে সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় চত্বর থেকে একটি বাইসাইকেল র্যা লি বের করে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ অমরেন্দ্রনাথ দেউড়ীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফ বিল্লাহ, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী বাশি, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম সিহাব, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সদস্য জনাব আলী মৃধা, আহম্মদ আলী মোল্যা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার ম-ল।
মেলায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে তিনটি ইভেন্টে মোট ২৫ টি স্টলে বিভিন্ন উপকরণ প্রদর্শন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/জেএস