বাংলা৭১নিউজ,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ভেড়াখোলা গ্রামের বাজারের দক্ষিণ পার্শ্বের একটি পুকুর থেকে এক চা-দোকানির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত চা-দোকানি জামাত আলী (২২) ভেড়াখোলা পূর্বপাড়ার আলমগীর হোসেন বিশার ছেলে। খবর পেয়ে আজ সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী ও শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, ‘ডিস লাইনের তার টানানোকে কেন্দ্র করে জামাত আলীকে পরিকল্পিত ভাবে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’ এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন,‘গত ১৮ মার্চ রাত থেকে জামাত আলী নিখোঁজ ছিলেন। স্বজনেরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। সোমবার সকালে স্থানীয় একটি ডোবার কচুরিপানার নীচে নিহতের লাশ দেখে এলাকাবাসী খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ এ রিপোর্ট খেলা পর্যন্ত থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/জেএস