বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ভাঙ্গা বিশ্বরোড মোড় সংলগ্ন নওপাড়া ১নং সেতুর নিকট একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শাহালম মিয়া(৩৮) নামে এক ব্যাটারী ব্যাবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যাবসায়ী উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের লাল মিয়ার ছেলে।সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে প্রতিদিনকারমত ওই ব্যাবসায়ী বাড়ী হতে বের হয়ে মোটরসাইকেলযোগে তার নিজ প্রতিষ্ঠান ভাঙ্গা বিশ্বরোডে যাওয়ার পথে দুর্ঘটনাস্থলে পৌছলে দাড়িয়ে থাকা একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পরিবহনের সাথে সংঘর্ষ হয়।এতে সে মারাতœকভাবে আহত হয় এবং মোটরসাইকেলটি চুর্নবিচুর্ন হয়ে যায়। তাকে উদ্বার করে প্রথমে ভাঙ্গা উপজেলা হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান খবর পেয়ে আহত মোটরসাইকেল আরোহী ব্যাবসায়ীকে উদ্বার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।লাশটি উদ্বারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস