বাংলা৭১নিউজ,সিলেট অফিস: বিশিষ্ট লেখক-কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায়ের জন্য রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে সে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে পারে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ১০ দিনের রিমান্ড শেষ হওয়ায় রবিবার বেলা দুই টার দিকে ফয়জুলকে আদালতে হাজির করা হয়। আদালতে সে স্বীকারোক্তি দিতে পারে।
গত (৩মার্চ) শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল (২৫)। হাসপাতালে চিকিৎসাশেষে গত ৮ মার্চ ফয়জুরকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
বাংলা৭১নিউজ/জেএস