বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্পও পরিবেশ সুরক্ষায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার। গা গ্রামের মানুষ পাচ্ছে বিদ্যুতের আলো। অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো বেনাপোলের ধান্যখোলা ও বাঁগআচড়া বসতপুর পল্লীর প্রায় ৪০০টি পরিবার। সুইচ টিপে নতুন বিদ্যুত লাইনের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। দীর্ঘদিন পর বিদ্যুৎ পেয়ে খুশি তারা। বিদ্যুতের আলোয় ছেলে মেয়েরা শিখবে লেখাপড়া কৃষি ও পরিবেশে ঘটবে উন্নয়ন এমনটাই আশা স্থানীয়দের- বিদ্যুতের আলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল দুটি গ্রামের কয়েকশত পরিবার। অবশেষে বিদ্যুৎ পেল তারা। রবিবার সকালে নতুন এই বিদ্যুত লাইনের উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা পল্লিবিদ্যুৎ অফিসের ডিজিএম হাওলাদার রুহুল আমিন প্রমুখ।
শেখ আফিল উদ্দিন বলেন,যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। দেশকে ডিজিটাল করতে ও বর্হিবিশ্বের কাছে দেশের ভাবমৃর্তি উন্নত করতে বিদ্যুৎ ও শিক্ষার বিকল্প নাই। সরকার দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছেন। দেশে চারগুন বেড়েছে বিদ্যুতের উৎপাদন।
বাংলা৭১নিউজ/জেএস