বাংলা৭১নিউজ, ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে ক্যারিবীয় দলের আসর থেকেই নাম প্রত্যাহারের এমন শঙ্কা জেগেছিল! ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে খেলোয়াড়দের চুক্তি ইস্যুতে বিরোধের জের ধরেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যা নিয়ে তো গোটা ক্রিকেট বিশ্বেই হইচই পড়ে যায়।
শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন তকমা গায়ে লাগায় ক্যারিবীয়রা। ফাইনাল শেষে আবেগপ্রবণ অধিনায়ক ড্যারেন স্যামি তো নিজ দেশের বোর্ডের ওপরই ক্ষোভ ঝাড়েন। শুধু তাই নয়, এর ক’দিন পরই স্যামির কথার প্রতিধ্বনি আসে সতীর্থ ডোয়াইন ব্রাভোর কণ্ঠেও।
এই ঘটনার জের ধরে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের তিরস্কার করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। কিন্তু আইসিসির এই নিন্দা করায় আইসিসি’র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস।
তার দাবি, ভারতকে বাড়তি সুবিধা দিয়ে আসছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাটি ভারতের জন্য একরকম নিয়ম আর ওয়েস্ট ইন্ডিজের জন্য অন্য নিয়ম পালন করছে।
ক্যারিবিয়ানদের তিরস্কার করে আইসিসির দেয়া বিবৃতিতে বলা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তাদের আচরণ যথাযথ ছিল না। স্যামি-গেইল-ব্রাভোরা এই প্রতিযোগিতার নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না বলে মন্তব্য করে আইসিসি।
আইসিসির এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন ভিভ। তিনি রেফারেল সিস্টেম নিয়ে ভারতের আপত্তির কথা উল্লেখ করে বলেন, ‘আইসিসি যদি ক্রিকেটের নিয়ামক সংস্থা হয়, তাহলে সব দেশকেই নিয়ম মানতে হবে। কিন্তু ভারত বছরের পর বছর ধরে কিছু নিয়ম মানছে না।’
বাংলা৭১নিউজ/এইচ