বাংলা৭১নিউজ, সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জে আগুনে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দ্বগ্ধ হয়েছেন আরও দুইজন। স্থানীয়রা জানিয়েছে, রাত দুইটার দিকে স্থানীয় ক্লাব বাজারের লয়লু মিয়ার কলোনিতে বজ্রপাতে গ্যাস রাইজারে সৃষ্ট আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম, ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম তার শিশু সন্তান তাহমিদ, সেবুল ও অজ্ঞাত এক কিশোর মারা যায়। এদিকে খবর পেয়ে সিলেটের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দগ্ধ গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ৫ জনের লাশ গোলাপগঞ্জ থানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি ফজলুল হক শিবলী।
বাংলা৭১নিউজ/জেএস