বাংলা৭১নিউজ,কক্সবাজার ব্যুরো: পাহাড় কাটার দায়ে কক্সবাজারে ৫ জনকে আটক করে দু’ বছর করে সাজা দিয়েছেন কক্সবাজার সদর ইউএনও নোমান হোসেন।
আজ ১৭ মার্চ সকালে বাইপাচ সড়কের উত্তরণ এলাকার পাশে পাহাড় কাটার সময় অভিযান চাললিয়ে ৫ জনকে আটক করে দু’ বছর করে শা্স্তিদেয় বলে জানাগেছে।
বাংলা৭১নিউজ/জেএস